আফগানিস্তানকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১২ আগস্ট ২০২২

তুরস্কের কোনিয়ায় চলতি পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। গেমস থেকে অবশ্য বাংলাদেশের মেয়েরা ভালো কোনো খবর পাঠাতে পারেননি। আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ এই মেয়েরা গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিই হেরেছে।

তবে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মেয়েরা আফগানিস্তানকে হারিয়ে সপ্তম হয়ে দেশে ফিরছে। একটা জয় সঙ্গী হয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।

৮ দেশের নারী হ্যান্ডবলে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫১-১০ গোলে হেরেছে স্বাগতিক তুরস্কের কাছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৪২-২০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে এবং তৃতীয় ম্যাচে সেনেগালের কাছে হেরেছে ৪৫-২৫ গোলে।

তিন ম্যাচ হারলেও বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ গোল বেশি করতে পেরেছে। স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩৩-১৯ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুফলটা গেমসেই পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

ঘরোয়া হ্যান্ডবলে বছরব্যাপী নানা টুর্নামেন্ট হলেও বাংলাদেশের ছেলে ও মেয়ে কোনো দলই সেভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না। যে কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে ভালো ফলও করতে পারে না।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।