টেবিল টেনিসে জয়ে বাংলাদেশের ইসলামী সলিডারিটি গেমস শুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৭ আগস্ট ২০২২

ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের কনিয়া শহরে। আনুষ্ঠানিক উদ্বোধনের দুইদিন বাকী থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে বেশ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা। এমনকি নিষ্পত্তি হয়ে গেছে বেশ কিছু পদকেরও।

টেবিল টেনিসের পুরুষ এককে ইরানের আফজালখন মাহমুদভের কাছে ৩-২ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়। শেষ গেমে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকেও জেতা হয়নি হৃদয়ের। আরেক টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়াম বম ৩-০তে হেরেছেন তাজিকিস্তানের সুলতানভের কাছে।

মহিলা এককে জিবুতির প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ সেটে জিতেছেন বাংলাদেশের সাদিয়া ইসলাম মৌ। তার পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। গায়ানার প্রতিপক্ষের সঙ্গে ওয়াকওভার পেয়েছেন সোনম সুলতানা সোমা, তিনি পরের ম্যাচ খেলবেন ক্যামেরুনের প্রতিপক্ষের সঙ্গে।

মেয়েদের হ্যান্ডবলে 'এ' গ্রুপের ম্যাচে স্বাগতিক তুরস্কের কাছে ৫১-১০ গোলে হেরেছে বাংলাদেশ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।