আপাতত চিশতীকে পদে বহাল রাখার আদেশ
ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়াম্যান মাহবুবুল হক চিশতীর অব্যাহতির আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালতের আদেশ অনুযায়ী, আসছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে তিনিই থাকছেন।
বাংলাদেশ ব্যাংকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দিয়েছেন। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়েছে। রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চও নির্ধারণ করে দিয়েছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আজমালুল হক কিউসি, ফারমার্স বাংকের পক্ষে ছিলেন আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার একে রাশিদুল হক ও চিশতীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন।
ব্যারিস্টার একে রাশিদুল হক সাংবাদিকদের বলেন, গত বছরের ১৭ মে লোন দেয়ায় অনিয়মের অভিযোগে ফারমার্স বাংকের নির্বাহী কমিটির চেয়াম্যান মাহবুবুল হক চিশতীকে বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দেয়। কেন্দ্রীয় ব্যাংকের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুবুল হক চিশতী। ওই বছরের ২৭ মে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইনের নেতৃত্বাধীন হাইকার্ট বেঞ্চ মাহবুবুল হক চিশতী অব্যাহতি প্রদানের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে অব্যাহতির আদেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বাংলাদেশ ব্যাংক। সোমবার সেই লিভ টু আপিলের শুনানি শেষে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এ কে রাশিদুল হক আরো বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে রুল নিষ্পতি না হওয়া পর্যন্ত মাহবুবুল হক চিশতীর ফারমার্স বাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করতে আইনগত কোনো বাধা নেই।
এফএইচ/ এনএফ/পিআর