বরিশালে ১৪৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশের সঙ্গে একযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৪৬টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। এ সময় তিনি বলেন, ১ হাজার ৩৯০টি স্কুল থেকে ৮২ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী রয়েছে। ১৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী রয়েছে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষার লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ৮০টি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। আগামী ৮ মার্চ এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হবে।
সাইফ আমীন/এসএস/এমএস