রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়


প্রকাশিত: ০৩:২৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত ফর্মে থাকা দলটি এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থেকে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭ মিনিটে হামেস রদ্রিগেসের ক্রসে হেডে গোল করে দলকে লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এর ৫ মিনিট পর চিলির ডিফেন্ডার এনসো রোকো তাদের ডি বক্সে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল, তা থেকে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

শুরুতেই দুই গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এসপানিওলের জালে আরেকটি গোল। এবারের গোলদাতা রদ্রিগেস। ডি বক্সের ঠিক বাইরে থেকে কলম্বিয়ার এই মিডফিল্ডারের বাঁ পায়ের জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তবে বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। সেভিয়া ব্যর্থ হলেও রোনালদো ব্যর্থ হয়নি।  প্রতিআক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে প্রথমে এক জনকে কাটিয়ে অসাধারণ দক্ষতায় আরেক জনকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ তারকা।  

ronaldo

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না। অবশেষে ৮২তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। এর ৪ মিনিট পর রদ্রিগেসের আড়াআড়ি শট গোলমুখে পা বাড়িয়ে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন অতিথিদের বদলি ডিফেন্ডার অস্কার দুয়ার্তে। বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।