সেমিতে চোখ রেখে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে যাচ্ছেন হাসান মিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২২

বাংলাদেশের ৭ ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা যখন ইংল্যান্ডের বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসে, তখন দেশের সাবেক দ্রুততম মানব হাসান মিয়া খেলতে যাচ্ছেন অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে।

১ থেকে ৬ আগস্ট এবারের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে কলম্বিয়ার ক্যালি শহরে। বাংলাদেশ থেকে একজন অ্যাথলেট অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে। শুক্রবার রাত ১১টায় হাসান মিয়া কলম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ঢাকা ত্যাগের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০১৮ ও ২০১৯ সালের দ্রুততম মানব জাগো নিউজকে বলেছেন, ‘আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবো। আমার লক্ষ্য থাকবে নিজের সেরা টাইমিং করে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।