টেবিল টেনিসে বড় জয়, কমনওয়েলথে কোয়ার্টার ফাইনালের হাতছানি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২২

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস থেকে সুখবর পাঠিয়েছে বাংলাদেশ পুরুষ দল। গেমসের প্রথম দিনে বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে ফিজিকে।

প্রথম ম্যাচে ডাবলসে হৃদয়-রামহিম জুটি ১১-৭, ১১-৫, ১১-৪ পয়েন্টে ফিজির রিয়েলি-চৌহান দুটিকে হারিয়ে বাংলাদেশকে ১-০ সেটে অগ্রগামিতা এনে দেন।

দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ফিজির উকে ১১-৮, ১৩-১১, ১১-৬ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে দেন ।

তিন নম্বর ম্যাচে হৃদয় ১১-১১, ১১-৩, ১১-৭ রিয়লিকে হারিয়ে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ৩-০ সেটে জয় নিশ্চিত করেন।

সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) গ্রুপের অন্য ম্যাচ রয়েছে গায়ানার সঙ্গে। ওই ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে। যুব ও প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল টেবিল টেনিস খেলা উপভোগ করেন ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।