বিশ্বকাপ শেষ সনজিতের!


প্রকাশিত: ০৮:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন সনজিত সাহা। আর এর সাথে সাথে বিশ্বকাপও শেষ হয়ে গেল টাইগার এই বোলারের। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই জানায়নি আইসিসি ও বিসিবি।

তবে বিসিবি’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিসিবিকে কাল রাতে এই অফ স্পিনারের বোলিং নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দেওয়া হয়েছিল সনজিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক। আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অফ স্পিনারের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে তিন দিনের মধ্যে। কাল রাত দশটার দিকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত। এদিকে সনজিতের জায়গায় আজকে মাঠে নেমেছেন আরিফুল হক।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।