সীমান্তে কৃষক নির্যাতন, ৪ বিএসএফ ক্লোজ


প্রকাশিত: ১০:৫২ এএম, ২৭ নভেম্বর ২০১৪

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে বাংলাদেশি কৃষক এজাজুল হক (২৮) আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ৪ সদস্যকে ক্লোজ করেছে বিএসএফ।

বুধবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাঠে নিজ জমিতে পানি দেওয়ার সময় ভারতের বিজয়পুর বিএসএফ ক্যাম্পের ৪/৫ জন সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে এজাজুলকে নির্যাতন করে ফেলে রেখে যায়। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।

এ ঘটনার পর বুধবার বিকেল ৫টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এ সময় অভিযুক্ত চার বিএসএফ সদস্যকে ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিজিবি জানায় বিএসএফ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।