চিলির নতুন কোচ এন্টোনিও পিজ্জি


প্রকাশিত: ০৪:০১ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

চিলি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হুয়ান এন্টোনিও পিজ্জি। স্বদেশী জর্জ সাম্পাওলি স্বেচ্ছায় কোচের পদ ছেড়ে দেয়ায় পদটি শুন্য হয়ে পড়েছিল।

এক বিবৃবিতে চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফপি) জানিয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত পিজ্জিকে নিয়োগ দেয়া হয়েছে। এখনো অবশ্য পিজ্জি লিও ডি মেক্সিকোর কোচের দায়িত্বে আছেন। আগামী সপ্তাহে তিনি চিলির দায়িত্ব বুঝে নিবেন বলে দেশটির সর্বোচ্চ ফুটবল সংস্থা জানিয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈত নাগরিক পিজ্জি বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার পক্ষেও খেলেছেন।

বিবৃতিতে এএনএফপি প্রেসিডেন্ট আরটুরো সালাহ বলেছেন, এন্টোনিও পিজ্জিকে পেয়ে আমরা দারুন সন্তুষ্ট। সে খুবই পেশাদার কোচ এবং তার মধ্যে দারুন আত্মবিশ্বাস রয়েছে। ক্যারিয়ারে সে নিজেকে অনেকবার প্রমান করেছে।

এএনএফপি আরো জানিয়েছেন চিলি জাতীয় দলকে এগিয়ে নেবার জন্য সেই সঠিক ব্যক্তি। তাকে পেয়ে চিলি সাম্প্রতীক ফর্ম ধরে রাখবে বলে সকলে আশাবাদী।

প্রথমবারের মত দেশকে কোপা আমেরিকা শিরোপা উপহার দেবার ছয়মাস পরে চলতি মাসে সাম্পাওলি কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। তার অধীনে চিলির সোনালী প্রজন্ম পুরো বিশ্বকে অবাক করেছে। বিশেষ করে আর্সেনালের এ্যালেক্সিস সানচেজ ও বায়ার্ন মিউনিখের আদুরি ভিদাল ছিলেন সাম্পাওলির প্রিয় শিষ্য।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।