নেটওয়ার্ক নেই! তবুও ইন্টারনেট


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৭ নভেম্বর ২০১৪

মুশকিল আসান! আগে টেস্ট করে দেখুন তারপর নয় বলবেন। তার আগে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি। রণে, বনে, জলে জঙ্গলে লো কানেকটিভিট জায়গায় আপনি রয়েছেন, ইন্টারেনেট কোনও ভাবেই ব্যবহার করতে পারচ্ছেন না। কিন্তু বস কে এখনি ই-মেইল করতে হবে।

এমন বিপদে পড়লে কী করবেন? অবশ্যই স্মরণ করুন তবে আমাদেরকে নয়, বি-বাউন্ড (Be-Bound) অ্যাপকে।

বি-বাউন্ড অ্যাপের নতুনত্ব হল লো ব্যান্ডউইথ জায়াগায় আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। Wi-Fi, Edge, 3G নেটওয়ার্কের কোনও দরকার নেই। আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করুন বি-বাউন্ড।

অ্যাপ লোড করার পরই ই-মেইল, আবহাওয়া রিপোর্ট, নিউজ, স্টক সবকিছু আপনার হাতের মুঠোয়। এই অ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ইন্টারনেটের সাশ্রয়ও হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।