টস হেরে ব্যাট করছে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:২৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ বাহিনীর সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেটে ৭ রান।

এই ম্যাচ হারলেও শেষ আটে যাওয়ার সম্ভবনা থাকবে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হতে হবে ছোট টাইগারদের। তাই ভারত বাধা টপকাতে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

মূল পর্বে খেলার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তিগত রেকর্ডের জন্যও শান্ত ও মিরাজদের দিকে আগামীকাল তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। আর ৬২ রান করতে পারলেই অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান হয়ে বিশ্বের সর্বোচ্চ রানের সংগ্রহকারী হয়ে যাবেন বাংলাদেশের নাজমুল হসেন শান্ত। অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে ১৬৩৪ রান করেছেন এই বাংলাদেশি। তার চেয়ে এগিয়ে আছেন কেবল পাকিস্তানের সামি আসলাম। ৪০ ম্যাচে ১৬৯৫ রান এই পাকিস্তানির।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রেকর্ডের সামনে দাঁড়িয়ে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর মাত্র ৩টি উইকেট নিতে পারলেই অনূর্ধ্ব-১৯ বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন এই বাংলাদেশি। তার সামনে ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে রয়েছেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ওয়াসিমের পেছনে বাংলাদেশ অধিনায়ক।

অপরদিকে নামিবিয়ার কাছে হারের ক্ষত ভুলে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় স্কটিশরা। নামিবিয়ার বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই পিছিয়ে ছিল তারা। বাংলাদেশের বিপক্ষে ভুল শুধরে তীব্র প্রতিরোধ গড়বেন বলে আশা করছেন দলের অধিনায়ক নেইল ফ্ল্যাক।

বাংলাদেশ দল :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন ও আব্দুল হালিম।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।