জিম্বাবুয়ের অধিনায়ক হলেন মাসাকাদজা


প্রকাশিত: ০৯:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ে ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। সম্প্রতি বাংলাদেশ সফর শেষে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন এল্টন চিগুম্বুরা। তার স্থানেই নতুন অধিনায়ক হলেন মাসাকাদজা।

এই মুহূর্তে ২৯ টেস্ট ও ১৬৫টি ওয়ানডে ম্যাচ খেলা ৩২ বছর বয়সী মাসাকাদজাই জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এর আগে মাসাকাদজা টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট অবশ্য সিদ্ধান্ত নিয়েছে ভিন্ন ভিন্ন ফর্মেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়োগ দেয়ার। ফর্মহীনতার কারণে অতীতে মাসাকাদজার দল থেকে বাদ পড়ার রেকর্ডও রয়েছে। কিন্তু আফগান্তিান ও বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজগুলোতে তিনিই ছিলেন দলের সেরা খেলোয়াড়।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সর্বনিম্নে অবস্থানকারী জিম্বাবুয়ে ২০১৪ সালের পরে টেস্ট খেলেনি এবং ২০১৩ সালের পরে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে জিততে পারেনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।