ভক্তদের আশা একদিন জেগে উঠবেন তিনি
মৃত্যুর দুই বছর পরও ফ্রিজারে রেখে দেয়া হয়েছে ধর্মগুরু আশুতোষ মহারাজের দেহ। তার ভক্তদের আশা তিনি আবার জীবন ফিরে পাবেন এবং ভক্তদের জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। ঘটনাটি ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর জেলার নূরমহল এলাকার।
দুই বছর আগে আজকের দিনে আশুতোষ মহারাজকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কিন্তু বিষয়টি আশ্রমের কেউই মেনে নিতে পারেননি।
তাদের দাবি, তিনি উচ্চপর্যায়ের ধ্যানে মগ্ন রয়েছেন। তার জ্ঞানও রয়েছে। যেকোনো সময়ই জেগে উঠবেন তিনি। গুরুদেব নাকি ভক্তদের কাছে একাধিকবার বার্তা পাঠিয়েছেন, তার দেহ যেন সংরক্ষণ করে রাখা হয়, যতক্ষণ তার ধ্যান না ভাঙছে। তারপর থেকে পাঞ্জাবের সেই আশ্রমের ফ্রিজারেই রেখে দেয়া হয় ধর্মগুরুর দেহটিকে।
আশুতোষ মহারাজ হলেন সেইসমস্ত ধর্মগুরুদের একজন যিনি ‘দিব্য জ্যোতি জাগ্রতি সংস্থা’র বাহক হিসেবে কাজ করেছেন। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। তার অন্তিম সৎকার নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা সরকারের মধ্যে মামলাও হয়েছিল।
আশ্রমের মুখপাত্র স্বামী বিশালানন্দ জানিয়েছেন, তার ভক্তরা এখনও আশুতোষ মহারাজের ধ্যান ভাঙার অপেক্ষায় রয়েছেন। যতদিন না তিনি ফিরে আসছেন, ততদিন পর্যন্ত নূরমহল শহরের এই আশ্রমে ভক্তরা তাদের গুরুদেবের জন্য অপেক্ষা করবেন।
তিনি আরও বলেন, গুরুদেব সমাধিতে যাওয়ার আগে বলে গিয়েছিলেন লম্বা সময়ের জন্য ধ্যানে বসছেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেব ও আদি গুরু শঙ্করাচার্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারাও তো সমাধিতে গিয়ে ফিরে এসেছিলেন। ধর্মগুরু আশুতোষ মহারাজও ঠিক ফিরে আসবেন।
বিএ