অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান নিরঙ্কুশ বার্সার


প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

ব্যাটল অব ন্যু ক্যাম্প কিংবা ব্যাটল অব জায়ান্ট- যাই বলা হোক না কেন, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইটি ছিল শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করার মিশন। যে জিতবে, তারই ছিল শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, বার্সেলোনার মাঠ থেকে বিজয় নিয়ে যাওয়া অ্যাটলেটিকোর পক্ষে বেশ কঠিনই। সেটা পারলোও না দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ন্যু ক্যাম্পের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় বার্সেলোনারই। সৌজন্যে লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির গোল। এই মহাতারকার গোলে অ্যাটলেটিকোকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। অথচ, প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। খেলার ১০ মিনিটে কোকের গোল কাঁপিয়ে দিয়েছিল পুরো ন্যু ক্যাম্পকে। এরপর ৩০ এবং ৩৮তম মিনিটে প্রথমে মেসি, পরে সুয়ারেজের গোলে জয় নিয়েই মাঠ ছাড়লো বার্সা।

এই জয়ের ফলে অ্যাটলেটিকোর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেলো বার্সেলোনা। ৪৮ পয়েন্ট করে নিয়ে দু’দলই ছিল সমান অবস্থানে। যদিও বার্সেলোনা খেলেছে এক ম্যাচ কম। ২১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৫১। ২২ ম্যাচ শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। ২১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৪।

ম্যাচের ১০ মিনিট যেতে না যেতেই গোল হজম করে বসে বার্সা। অ্যাটলেটিকোর মিডফিল্ডার কোকের বার্সার জালে বল জড়িয়ে দেন। সাউল নিগুয়েজের ক্রস থেকে বক্সের মাঝবরাবর থেকে ডান পায়ের দারুণ এক শটে বার্সা গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে পরাস্ত করেন তিনি।

গোল হজম করে যেন ক্ষেপে ওঠে বার্সেলোনা। তবে শোধ করতে লেগে যায় ২০ মিনিট। খেলার ৩০ মিনিটেই জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে অ্যাটলেটিকোর জালে বল জড়ান মেসি। গোল শোধ করার পর এগিয়ে যাওয়ার চেষ্টা দু’দলেরই। তবে, এই চেষ্টায় সফল বার্সেলোনাই।

খেলার ৩৮তম মিনিটে মাঝ মাঠ থেকে লম্বা একটি ক্রস করেন দানি আলভেজ। অনেক দূর দৌড়ে গিয়ে দু’জন ডিফেন্ডারকে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন সুয়ারেজ এবং ডান পায়ের কোনাকুনি এক শটে জড়িয়ে দেন অ্যাটলেটিকোর জালে। বার্সা এগিয়ে যায় ২-১ গোলে।

খেলার প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগেই ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। লিওনেল মেসিকে ফাউল করার অপরাধে সরাসরি ফিলিপ লুইসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। খেলার ৬৫ মিনিটে আবারও লাল কার্ড। এবারও অ্যাটলেটিকো। দ্বিতীয় হলুদ কার্ড (smile emoticon লাল কার্ড) দেখে মাঠ থেকে অ্যাটলেটিকোর অধিনায়ক দিয়েগো গোডিনকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।