মিরাজ-শান্তদের সামনে রেকর্ডের হাতছানি


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে প্রথম কোন ব্যাটসম্যান যার অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে রান ১৬০০’র বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সর্বোচ্চ স্কোরার হিসেবে ৭৩ রান করার পর শান্তর নামের পাশে শোভা পাচ্ছে এখন ১৬৩৪ রান। আর মাত্র ৬২ রান করতে পারলেই যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রান সংহকারী হয়ে যাবেন তিনি।

অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে ১৬৩৪ রান করেছেন এই বাংলাদেশি। তার চেয়ে এগিয়ে আছেন কেবল পাকিস্তানের সামি আসলাম। ৪০ ম্যাচে ১৬৯৫ রান এই পাকিস্তানির।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় বড় ব্যবধানে জয়। তাহলে মূল পর্বের হিসাব-নিকাশ তাদের জন্য সহজ হয়ে যাবে। তবে, দলীয় জযের সঙ্গে ব্যক্তিগত রেকর্ডের জন্যও মিরাজদের দিকে আগামীকাল তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। নাজমুল হোসেন শান্তর সঙ্গে রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন তিনি। তার সামনে ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে রয়েছেন পাকিস্তানি ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ওয়াসিমের পেছনে বাংলাদেশ দলের অধিনায়ক।

তবে বিশ্বকাপে খেলতে নেমে ইতোমধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন মিরাজ। টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে টানা দুইবার দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।