বিশেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ অ্যাটলেতিকো


প্রকাশিত: ০৭:১৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

আজব খেলা ফুটবল। গত মৌসুমে যে তুরান অ্যাটলেতিকো মাদ্রিদের হয়ে মাঠ কাপিয়েছেন, গোল করেছেন, অঘোষিত নেতৃত্ব দিয়েছেন তিনিই আজ বার্সার হয়ে মাঠে নামবেন সাবেক ক্লাবের বিপক্ষে। ক্যাম্প ন্যুতে শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটি।

২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। ১ ম্যাচ বেশী খেললেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রোজি ব্লাঙ্কোসরা রয়েছে ২য় স্থানে। তাই আজ পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইও এ দুই দলের মধ্যে।

চলতি সময় অনেকটাই অজেয় হয়ে উঠেছে কাতালানরা। সব ধরণের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ অপরাজিত রয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। কোপা দেল রে`র সেমি ফাইনালের টিকিটের সাথে রয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেও। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারনে সাইড লাইনে থাকতে হবে জর্ডি আলবাকে। শঙ্কা রয়েছে নেইমারকে ঘিরেও।

এদিকে অ্যাটলেটিকোর বিপক্ষে লিগে সবশেষ ১১ ম্যাচে হারেনি বার্সা; ৯টিতে জিতেছে ও বাকি দুটি ড্র। ঘরের মাঠে মাদ্রিদের দলটির বিপক্ষে লিগে শেষ ৯ বারের মুখোমুখি দেখায় ৭টি জিতেছে বার্সা, দুটি ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ ফেভারিট হয়েই রাতে অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামছে বার্সা।

তবে শুধু লিগ টেবিলের শীর্ষে ওঠা নয়, সফরকারী অ্যাটলেতিকোর সামনে সদ্য কোপা দেল রে থেকে বিদায় নেয়ার ক্ষত ভোলারও দারুণ সুযোগ। কিন্তু কাতালানদের বিপক্ষে ১৪ হারের বিপরীতে মাত্র ৭টি জয় দুশ্চিন্তায় ফেলতে পারে সফরকারীদের। সেই সাথে রয়েছে স্ট্রাইকারদের বাজে ফর্ম ও ফার্নান্দো তোরেসের ইনজুরি সমস্যা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।