রিয়াল-অ্যাটলেটিকোর নিষেধাজ্ঞা স্থগিত


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

নিয়ম অমান্য করে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তির ব্যাপারে নিয়ম ভাঙ্গার জন্য চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা দেয়া হয় দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের উপর। তবে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ দুই দলের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে দলবদলের নিষেধাজ্ঞা স্থগিত করার ব্যাপারে ক্লাব দুটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আপিলের প্রেক্ষিতেই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের গ্রীষ্মের আগেই এই আপিলের শুনানি করা হবে।

তবে সেই শুনানিতে যদি আপিল বাতিল করে দেয়া হয় তাহলে গ্রীষ্মের দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে না রিয়াল এবং অ্যাটলেটিকো। তারপরেও ক্লাব দুটি যদি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেও এবং নিষেধাজ্ঞা বহাল থাকে, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ পর্যন্ত নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে না ক্লাব দুটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।