রৌমারীতে তিনদিনে হরিজন সম্প্রাদায়ের ৩ শিশুর মৃত্যু


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রামের রৌমারীতে গত তিনদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুক্রবার ভোর ৬টার দিকে যাদুরচর চাক্তাবাড়ী এলাকার শাহীনের ছেলে সোহান (৪) মারা গেছে।

এছাড়া যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতী গ্রামের গফুরের ১৬ মাস বয়সের প্রতিবন্ধী শিশু সন্তান মাহতাব ও চাক্তাবাড়ী বন্যা আশ্রয় কেন্দ্রের বাসকারী দলিত হরিজন সম্প্রদায়ের ফুল মিয়ার শিশু সন্তান শিল্পী খাতুন (২) এর মৃত্যু হয়। দরিদ্র এ পরিবারগুলোর দাবি শীতজনিত রোগে তাদের মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার যাদুরচর চাক্তাবাড়ী বন্যা আশ্রয় কেন্দ্রে দলিত হরিজন সম্প্রাদায়ের ৫০টি পরিবারের দেড় শতাধিক মানুষ বাস করেন। পরিবারগুলো দেশের নাগরিক হলেও তারা সরকারি স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

শিক্ষার আলো না থাকায় অসুখ হলে কোথায় যেতে হবে সেটাও জানেন না। গত কয়েক দিন ধরে চলা তীব্র শীতে পাতলা পায়খানা, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বিপাকে আশ্রয় কেন্দ্রের বাসকারী অতিদরিদ্র মানুষরা। তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু।

নাজমুল হোসেন/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।