ফিজিকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৬

একই ভেন্যু, একই পরিস্থিতি। তবে প্রতিপক্ষ ভিন্ন। চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়ামে ফিজি উদ্বোধনী দিন প্রথম প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ইংল্যান্ডকে। আজ পেলো জিম্বাবুয়েকে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের করা ৩৭১ রান তাড়া করতে নেমে ফিজি খেলতে পেরেছিল মাত্র ২৭.৩ ওভার। অলআউট হয়েছিল ৭২ রানে।

আজ দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে হয়নি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেও খুব বেশিদুর যেতে পারেনি। প্রথম ম্যাচের তুলনায় মাত্র একটি বল বেশি খেলতে পেরেছে তারা। অথ্যাৎ, জিম্বাবুয়ের বোলারদের সামনে অলআউট হয়েছে মাত্র ২৭.৪ ওভারে। রান করেছে আগের দিনের চেয়ে ৯টি বেশি। অথ্যাৎ ৮১।

জিম্বাবুয়ের জন্য এই ৮১ রান খুব বেশি কঠিন কিছু না। আবার প্রতিপক্ষ যখন ফিজি, তখন তাদেরকে পুরো ১০ উইকেট হাতে রেখেই জেতা উচিৎ ছিল। কিন্তু, তা না- জিম্বাবুয়েও হারালো ৩ উইকেট। শেষ পর্যন্ত ১৮.৫ ওভার খেলে ৭ উইকেটেই ফিজিকে হারাল জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলে মাধিভিরে এবং ব্লেসি মাভুতার বোলিং তোপের মুখে পড়ে প্রশান্ত মহাসাগরীয় দেশটি। মাধিভিরে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মাভুটা ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ফিজির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন চাকাচাকা তিকোইসুভা। এছাড়া ১৫ রান করেন জর্দান ডানহাম। শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে মাত্র ৮১ রান করেই অলআউট ফিজি।

জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তবে ব্রেন্ডন স্লাই এবং জেরেমি আইভিসের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ৭৩ রানের মাথায় আইভিস আউট হয়ে যান ব্যক্তিগত ২৩ রানে। শেষ পর্যন্ত ব্রেন্ডন স্লাইয়ের ২৯ রানই সহজ জয় এনে দেয় জিম্বাবুয়েকে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।