রাজনৈতিক দলের নিবন্ধন আইন সহজের দাবিতে গণশুনানি


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৬

রাজনৈতিক দলের নিবন্ধন আইন সহজ করার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, গণসংগ্রাম পার্টি, বাংলাদেশি আমজনতা ইনসাফ পার্টি,বাংলাদেশ ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ লোক শক্তি পার্টি যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে।

রাষ্ট্র, নির্বাচন ও সমাজের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে রাজনৈতিক দলের নিবন্ধন আইনের পরিবর্তন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় কমিটি ও কার্যালয় বাধ্যতামূলক করার পক্ষে মত দেন আয়োজক সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, ছোট ছোট রাজনৈতিক দলগুলো সব সময় গণতান্ত্রিক সংগ্রামের অগ্রভাগে থাকে। তাই মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে আরো মজবুত করবেন। অন্যথায় আমারা রাজপথে শান্তিপূর্ণ ব্যাপক গণআন্দোলনের মাধ্যেমে আমাদের দাবি আদায় করবো।

ন্যাপভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ,বাংলাদেশ লোকশক্তি পার্টি শাহীকুল আলম টিটু, বাংলাদেশ আমজনতা ইনসাফ পার্টির সভাপতি মো. হাসান প্রমুখ।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।