সড়ক দুর্ঘটনায় বাবা নিহত : মেয়ে আহত


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০১৬

নাটোরের সিংড়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী রেজাউল করিম রাজু (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে রিয়া খান (১৬) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার করচ মারিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, সকালে চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে নাটোর-বগুড়া মহাসড়কে উঠার সময় বগুড়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম রাজু নিহত হন।

এসময় আহত হয়েছে রাজুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী রিয়া খান। পরে স্থানীয়রা আহত রিয়া খানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।