যুব দলের স্পিনার সঞ্জিতের অ্যাকশন অবৈধ!


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ব্যাটে-বলে দারুন নৈপুন্য দেখিয়েছেন যুব দলের ক্রিকেটাররা। অসাধারণ পারফরমেন্সের পর যখন ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল মেহেদী হাসান মিরাজদের, তখনই এলো বড় দুঃসংবাদ। দলের অপরিহার্য স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন না কি অবৈধ! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর ম্যাচ রেফারি এমনই রিপোর্ট দিয়েছেন, সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করে।

ইতিমধ্যে ম্যাচ রেফারির রিপোর্ট চলে এসেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের হাতে। রিপোর্টে দাবি করা হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের সময় সন্দেহজনক বোলিং করেছিলেন সঞ্জিত। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভার বল করে ৩০ রান দিলেও কোন উইকেট পাননি এই অফ স্পিনার।

আইসিসির বিশেষজ্ঞরা সঞ্জিতের বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা করে দেখবে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সঞ্জিতকে। তবে সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অফ স্পিনার।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।