সাকিব-মুশফিকদের অভিনন্দন পেলেন মিরাজরা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক জয়। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানের ব্যবধানে হারিযে উড়ন্ত সূচনা বাংলাদেশের যুবাদের। জাতীয় দলের সাফল্যের সঙ্গে যুবাদের এই সাফল্য উদ্বেলিত করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। শুধু কি ভক্ত-সমর্থকদের! সাকিব-মুশফিকদেরও কি আনন্দে উদ্বেলিত করছে না! গর্বে বুক ফুলে উঠছে না তাদের!

গর্বিত সাকিব-তাসিকনরাও। মেহেদী হাসান মিরাজদের অসাধারণ জয়ের পরই ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে অভিনন্দন জানিয়েছেন মুশফিক, সাকিব এবং তাসকিন আহমেদ। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য ফেসবুকে মিরাজদের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন তামিম ইকবাল।

U-19
ইংল্যান্ডের পর খেলা শুরু হওয়ার পরই অনুর্ধ্ব-১৯ দলকে মাথা উঁচু করে লড়াই করার বার্তা দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি লিখেছেন, ‘আমার ভায়েরা, এটাই তোমাদের সময়। প্রতিটি ম্যাচই তোদের জন্য অভিজ্ঞ অর্জনের এবং নিজেদের সামর্থ্য প্রমান করার। হৃদয় এবং মন দিয়ে খেলো এবং ম্যাচেই নিজেদেরকে নিয়োজিত রাখো। তবে উপভোগ করতে ভূলো না। আমরা সবাই টাইগার। মাথা উুচু রেখে বার্ঘের মতই গর্জণ করবো। নিজের সেরা মনে করে প্রতিটি মুহূর্তই লড়াই করো। মনে রেখো, তোমাদের পেছনে রয়েছে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। নিজেদের মাঠে তোমাদের জন্য তারা সবাই চিৎকার করবে, উৎসব করবে। তোমাদের সবাইকে অভিনন্দন। চলো বাংলাদেশ, চলো টাইগার্স।’

মিরাজদের জয়ের পরপরই মুশফিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘কী অসাধারণ শুরু। আমরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলাম। ইনশাআল্লাহ, জয় দিয়েই শেষ করবো।’ এর আগে আরেকটি পোস্টে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ইয়েস, আমরা ম্যাচটা জিতে গেছি। অভিনন্দ ছেলেরা। এভাবেই এগিয়ে যাও।’

তাসকিন আহমেদ লিখেছেন, ‘এটাই বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ দল তাদের মিশন শুরু করেছে অশাধারণ এক জয় দিয়ে। অভিনন্দন ইয়ং টাইগার্স।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।