শিক্ষার্থী উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে সজল বেপারী (২২) নামে এক যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে এই কারাদণ্ড দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিম উর রহমান।

দন্ডিত সজল কাজীরহাটের মধ্যরতনপুর গ্রামের আ. মান্নান বেপারীর ছেলে।

কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, সোমবার বিকেলে স্কুল মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছিল। এ সময় ওই যুবক দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী অভিযোগ দিলে যুবককে আটক করে সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ৪ মাসের কারাদণ্ড দেন।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।