অস্ট্রেলিয়ান ওপেন থেকে শারাপোভার বিদায়


প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

নারী টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসের কাছে হেরে বছরের প্রথম বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। আর এ জয়ে সেমি-ফাইনালে উন্নীত হয়েছেন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি।  

মঙ্গলবার মেলবোর্ন পার্কে শারাপোভাকে দাঁড়াতেই দেননি সেরেনা। রাশিয়ান সুন্দরীকে ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে পা রাখেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা।

শারাপোভার বিপক্ষে এই নিয়ে সর্বশেষ ১৮ ম্যাচে টানা জয় নিয়ে মাঠ ছেড়েছেন সেরেনা। গত ১২ বছর ধরেই সেরেনাকে হারানোর স্বাদ পাননি রাশিয়ান গ্ল্যামার-গার্ল।

ফাইনালে উঠার লড়াইয়ে চতুর্থ শীর্ষ বাছাই ওজনিয়েকা রাদাওয়েঙ্কার মুখোমুখি হবেন সেরেনা। পোলিশ সুন্দরী রাদাওয়েঙ্কা মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে উন্নীত হন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।