ফিক্সিংয়ে ২০ বছর নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার


প্রকাশিত: ০৫:২০ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় সব ধরনের ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সিএসএ’র প্রধান নির্বাহী লরগাত বলেন, গত বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বোদির বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে সে ধরা পড়ে। এরপর তদন্তে এর সত্যতা মিলে। তাই ক্রিকেট থেকে তাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৭ সালের শেষের দিকে দুটি ওয়ানডে ও একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেন বদি। প্রায় ৯ বছর আগে প্রোটিয়াদের হয়ে খেলা দুটি ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৫১ ও ৩২ রান করেন তিনি। আর একমাত্র টি-টোয়েন্টিতে করেন ৮ রান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।