ওয়ার্ল্ডকাপে অংশ নিতে রোববার ফ্রান্স যাচ্ছেন রোমান-দিয়ারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৮ জুন ২০২২

আরচারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-৩ তে অংশ নিতে রোববার সন্ধ্যায় ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ২০ থেকে ২৭ জুন দেশটির রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

দলে তিনজন কর্মকর্তা ও ৭ জন আরচার রয়েছেন। দলের ম্যানেজার হয়ে প্যারিস যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত ও তার সহকারী হিসেবে যাচ্ছেন আরচারির স্পন্সর প্রতিষ্ঠান তীরের প্রতিনিধি রুবাইয়াত আহমেদ। কোচ মার্টিন ফ্রেডরিখ।

চার পুরুষ আরচার হলেন- রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম।

তিন নারী আরচার হলেন- দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।