হঠাৎ ক্যাম্পে ডাক পেলেন জুবায়ের-সজীব


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

এশিয়া ও বিশ্বকাপ টি-টোয়েন্টিকে সামনে  রেখে খুলনায় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারকে নিয়ে গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে এ ক্যাম্প। তবে সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন দুই স্পিনার জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীব। তাই সংখ্যাটি বেড়ে ২৫ থেকে ২৭-এ পৌঁছালো।  
ক্যাম্পে থাকা ক্রিকেটারদের খুলনায় নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে  ২৮ ও ৩১ জানুয়ারি। এরপর এক সপ্তাহের বিশ্রামে যাবেন টাইগাররা। ১ ফেব্রুয়ারি ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এ স্কোয়াডের সদস্যরা চট্টগ্রামে অনুশীলন শুরু করবেন ৭ ফেব্রুয়ারি থেকে।

উল্লেখ্য, গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জুবায়েরের। এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ হয়নি  প্রতিশ্রুতিশীল এই লেগ স্পিনারের। আর বাঁহাতি অর্থোডক্স স্পিনার সাকলাইন সজীবের এখনও জাতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়নি।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।