নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
রূপকল্প-২০২১ সফল বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁচ্ছে দেয়ার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী জেলা পর্যায়ে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১১টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। মেলা চলবে সোমবার সন্ধ্যা পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর ইসলাম রিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার কান্তি ভূষণ প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সহকারী কমিশনার (আইসিটি) জেতী প্রু জানান, জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিনের ওই মেলায় চারটি প্যাভিলিয়নে সরকারি ই-সেবা, শিক্ষা, ই কমার্স এবং তরুণ উদ্যোক্তাদের ৫৭টি স্টল স্থান পেয়েছে।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বিনামূল্যে ওয়াইফাই সেবাসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাহেদুল ইসলাম/বিএ