চার দফা দাবিতে প্রেসক্লাবে গ্রাম পুলিশের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মত গ্রাম পুলিশদেরও অনুরুপ বেতন স্কেল প্রদানসহ চার দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুরুপ বেতন স্কেল প্রদানসহ অবসরকালিন ভাতা, পুলিশ ও আনসার বাহিনীর  সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং আগামী ৪ মে প্রণীত গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিও জানান তারা।

প্রণীত গ্রাম পুলিশের চাকরি বিধিমালার অনুকূলে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ মতামত দিয়েছেন উল্লেখ করে তারা বলছেন, আমাদের (গ্রাম পুলিশ) ৪ দফা দাবি মেনে না নিলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

রোববার সকাল থেকে চলা এ অবস্থান ধর্মঘটে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এম এ নাছেরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।