র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগুলেন মুস্তাফিজ


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

মাত্র দুটি ম্যাচ খেলেই বাজিমাত। র‌্যাংকিংয়ে হইচই ফেলে দিলেন মুস্তাফিজুর রহমান। বাকি দুটি ম্যাচও যদি খেলতে পারতেন, তাহলে কোথায় গিয়ে সেটাই ছিল বলা মুস্কিল। জিম্বাবুয়ের বিপক্ষে চারম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত সাফল্যের ফলে একলাফে ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ছিলেন ১১৬তম স্থানে। মাত্র দুই ম্যাচেই তাকে নিয়ে এসেছে ৩৮তম স্থানে।

শনিবার আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিং দেখে জানা গেলো, দল হিসেবে একধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। ১৪তম স্থানে থাকা জিম্বাবুয়ের সঙ্গে ২-২ এ ড্র করার ফলে ১০ম স্থান থেকে নেমে টিম মাশরাফি চলে গেছে ১১তম স্থানে। বাংলাদেশকে ঠেলে দিয়ে ১০ নম্বরে উঠে এলো স্কটল্যান্ড।

দলীয় র‌্যাংকিংয়ে বাজে অবস্থা হলেও, ব্যাক্তিগত র‌্যাংকিংয়ে অভাবনীয় উন্নতি করেছেন মুস্তাফিজ। ২ ধাপ পিছিয়ে গেছেন সাকিব আল হাসান। তিনি এখন রয়েছেন ১২তম স্থানে। মাশরাফি এগিয়েছেন ২ ধাপ। তিনি রয়েছেন ৩৩তম স্থানে। আল আমিন দুর্দান্ত বোলিং করার কারণে এগিয়েছেন ১৫ ধাপ। রয়েছেন ৩৫তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারের ক্ষেত্রে অবশ্য শীর্ষস্থানটা সাকিব আল হাসানের দখলেই। ৩৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন তিনি। ৩৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।