টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করার পর আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল। সিরিজ শেষে এক ধাপ নেমে টাইগারদের অবস্থান এখন ১১ নম্বরে।
আইসিসির নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের ওপরে এখন স্কটল্যান্ড। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। ৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বাংলাদেশ। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেও ১৪ নম্বরে জিম্বাবুয়ে।
এআরএস/এমএস