দারিদ্র আমার জীবনের শুধু বাস্তবতা মাত্র : গভর্নর


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

গত বছর বাংলাদেশ নিম্ন আয়ের দেশের গ্লানি ঘুচিয়েছে। লাভ করেছে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যদা। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ‘মধ্যম আয়ের দেশের’ গৌরব অর্জনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে রাবি পাঠক ফোরাম আয়োজিত ‘জীবনের কথা, অর্থনীতির কথা’ শীর্ষক গণবক্তৃতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গল্প এখন শুধু বাঙালির কাছেই নয়। বাংলাদেশের অর্থনীতি এখন সারা পৃথিবীতেই কৌতূহলের বিষয়। তারা জানতে চায় বাংলাদেশের অর্থনীতিতে কি এমন ঘটেছে যার ফলে বিশ্বমন্দার মধ্যেও দেশটি গত কয়েক দশক ধরে গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। জিডিপির ভিত্তিতে দেশটির স্থান এখন বিশ্বে ৪৫তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৩তম। সামাজিক উন্নয়নের ফলে এদেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

ড. আতিউর রহমান আরো বলেন, বাংলাদেশে এখন আমদানি, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মাথাপিছু আয় বাড়ছে। সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্যের হার, গড় আয়ুসহ অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন এখন লক্ষণীয়। এছাড়া দারিদ্র্য প্রায় ৬০ ভাগ থেকে ২২ ভাগে নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জীবনের পথে দারিদ্র আমাকে পরাভূত করেতে পারেনি। কারণ দারিদ্রকে আমি শক্তধর হওয়ার পূর্বশর্ত মনে করেছি। এখানে দারিদ্র আমার জীবনের শুধু বাস্তবতা মাত্র।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শুভেচ্ছা বক্তব্য দেন পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হাসনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠক ফোরামের সভাপতি নাসির উদ্দিন শুভ।

রাশেদ রিন্টু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।