হাসিনা-মোদি বৈঠক বিকেলে


প্রকাশিত: ০২:৫০ এএম, ২৬ নভেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ বুধবার। এদিন বিকেলে বন্ধুপ্রতীম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্যই জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার রাতে বলেন, প্রধানমন্ত্রী মোদি বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এরপর শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি।

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে দুই বন্ধু রাষ্ট্রের শীর্ষ নেতার মধ্যে। এবারের ১৮তম সার্ক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রস্তাবিত যে কয়টি চুক্তি সইয়ের কথা ছিল, তা হচ্ছে না বলে আগেই জানা গেছে। ফলে নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।