কঠিন লড়াই জিতে জকোভিচের সামনে নাদাল
টেনিসে ক্লে কোর্টের অবিসংবাদিত কিংবদন্তি রাফায়েল নাদাল। এই কোর্টে হওয়া ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এ স্প্যানিশ তারকা। কিন্তু চলতি ফ্রেঞ্চ ওপেনে এসবকে যেনো থোরাই কেয়ার করলেন কানাডিয়ান ফেলিক্স অগার অ্যালিয়াসম।
চতুর্থ রাউন্ডের ম্যাচে নাদালকে ঘাম ঝরিয়ে ছেড়েছেন এ অবাছাই কানাডিয়ান টেনিস তারকা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন নাদাল। তবে তাকে খেলতে হয়েছে পুরো পাঁচ সেট। কঠিন লড়াই জিতে পেয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকিট। সেখানে প্রতিপক্ষ নোভাক জকোভিচ।
রোববার রোঁলা গাঁরোয় প্রথম সেটেই নাদালকে ৩-৬ পয়েন্টে হারিয়ে দেন ফেলিক্স। ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৬-৩ ও ৬-২ পয়েন্টে জেতেন নাদাল। ফেলিক্সও হাল ছাড়ার পাত্র ছিলেন না, চতুর্থ সেটে জেতেন ৬-৩ পয়েন্ট। তবে শেষ সেটে গিয়ে আবারও ৬-৩ পয়েন্টে জিতে ম্যাচ নিজের করে নেন নাদাল।
ফেলিক্সের চ্যালেঞ্জ জিতে কোয়ার্টারে উঠলেও, সেখানে কঠিন পরীক্ষার সামনেই পড়ছেন নাদাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার নাদালকে বিশ্বের এক নম্বর তারকা জকোভিচের মুখোমুখি হতে হবে। চলতি ফ্রেঞ্চ ওপেনে উড়ন্ত ফর্মেই রয়েছেন নাদাল।
এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকয়টিই সরাসরি সেটে জিতেছেন জকোভিচ। প্রতিপক্ষকে একটি সেটও জিততে দেননি এ সার্বিয়ান তারকা। চতুর্থ রাউন্ডে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানের বিপক্ষেও ছিল তার দাপট, প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-১, ৬-৩, ৬-৩ পয়েন্টে।
তাই কোয়ার্টারের চ্যালেঞ্জ সম্পর্কে সম্মক অবগত নাদাল। তিনি বলেছেন, ‘গত তিন মাস ধরে এতো চ্যালেঞ্জিং ম্যাচ খেলছি না আমি। তাই আমার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সে (জকোভিচ) সম্ভবত টানা নয় ম্যাচ জিতেছে। এখানেই সব সহজে জিতেছে। আমি আমার অবস্থা জানি। লড়াই চালিয়ে যাবো।’
এসএএস/জিকেএস