ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৯ মে ২০২২

পঞ্চম হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে ইন্দোনেশিয়া গিয়েছে বাংলাদেশ হকি দল। লক্ষ্য পূরণের আশা এখনও শেষ হয়ে যায়নি। তবে এখন সেখানে পৌঁছানো খুবই কঠিন। কারণ পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

রোববার জাকার্তায় স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগের দিন ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লড়াইয়ের মঞ্চে উঠেছে পাকিস্তান। আগামী ১ জুন বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দল হবে পঞ্চম, হারলে ষষ্ঠ। বাংলাদেশের জন্য পঞ্চম হওয়া একপ্রকার অসম্ভবই বলা চলে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ ইমন ও পুস্কর খিসা মিমো। ইন্দোনেশিয়ার গোলদাতা আকবর আবদুল্লাহ ও আরদাম।

১৩ মিনিটে রাসেল মাহমুদ জিমির দেওয়া ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাত মিনিট পর আকবর আবদুল্লার গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। তবে দ্বিতীয়বার লিড নিতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা।

সমতার পরপরই পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। সে কর্নার কাজে লাগিয়ে আশরাফুল ইসলাম ২-১ গোলে লিড এনে দেন বাংলাদেশকে। ২৪ মিনিটে দ্বীন মোহাম্মদ ইমন ফিল্ড গোল করলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে ৩-১ করে।

৩-১ গোলের লিড নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকরা ৩৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে। ইন্দোনেশিয়ার দ্বিতীয় গোলটি করেছেন আরদাম পেনাল্টি কর্নার থেকে।

শেষ বাঁশির এক মিনিট আগে পুস্কার খিসা মিমো গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।

এ নিয়ে তিন মাসে ইন্দোনেশিয়াকে টানা চারবার হারালো বাংলাদেশ। মার্চে এএইচএফ কাপে বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে। এ মাসেই ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ে বাংলাদেশ জিতেছিল ৩-১ গোলে এবং এশিয়া কাপ শুরুর আগে প্রস্ততি ম্যাচে ২-১ জিতেছিল বাংলাদেশ। এবার জিতলো ৪-২ গোলে।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।