বন্দর এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা
তফসিলি ব্যাংকগুলোর বন্দর সংশ্লিষ্ট শাখাগুলো আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে এ নির্দেশ দেন।
আদেশে বলা হয়, স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে রাজস্ব আদায়ের সুবিধার্থে দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশন সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।
এসএ/আরএস/পিআর