সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী এনজিওকর্মী নিহত


প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী রাবিয়া আক্তার (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত ও তার সহকর্মী শাহজাহান (৩০) গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবিয়ার স্বামীর নাম মো. শরিফ। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার বাগপাড়ার (দত্তদেরগাঁও) কাচারীবাজার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি এনজিও’র মাঠকর্মী রাবিয়া আক্তারকে নিয়ে তার সহকর্মী শাহজাহান একটি মোটরসাইকেলযোগে কাঁচপুরের দিকে যাচ্ছিলেন।

তারা সন্ধ্যায় সানারপাড় এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এনজিওকর্মী রাবিয়া নিহত ও শাহজাহান গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এনজিওকর্মী রাবিয়া আক্তার নিহত ও তার সহকর্মী শাহজাহান আহত হন। ট্রাকচালক আলী আজগরকে ট্রাকসহ আটক করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।