অবাক হননি ওয়ালার


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। দলের সেরা তারকাদের বিশ্রামে রেখে সম্পূর্ণ নবীন এক দল নিয়ে খেলেছে মাশরাফিরা। তবে এই দল দেখে মোটেও অবাক হননি জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার। এমনকি বৃষ্টিসিক্ত ভেজা মাঠে টস জয়ের পর নিজ দলের অধিনায়ককে ব্যাটিং নিতে দেখেও অবাক হননি তিনি।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ালার বলেন, ‘বাংলাদেশ একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছে, অনেককে দেখে নিতে চাইছে। বিশ্বকাপের আগে তারা নানা কম্বিনেশন দেখে নিচ্ছে। আমি নিশ্চিত পরের ম্যাচেও অনেক পরিবর্তন থাকবে।’

এদিন খুলনার আকাশে সকাল থেকেই ভারী মেঘ জমে ছিল। খেলা শুরুর আগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়। তারপরও টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন কি-না জানতে চাইলে ওয়ালার বলেন, ‘না, অবশ্যই আমরা চমকাইনি। আমাদের মনে হয়েছে এই উইকেটে রান তাড়া করার চেয়ে আগে ব্যাট করাই ভালো। স্কোরকার্ডে বড় একটি রান নিয়ে জয়ের জন্য নামা সবসময়ই ইতিবাচক ব্যাপার। কন্ডিশন যেমনই থাকুক, আমাদের লক্ষ্য ছিল আগে ব্যাট করা।’

তবে ম্যাচ জিতে দারুণ খুশি ওয়ালার। পরের ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে সিরিজে সমতা আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার সিরিজের একই মাঠে শেষ ম্যাচে লড়াই করবে দুই দল।

আরটি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।