ঢাবির হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন শনিবার


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ মেলবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলবন্ধন অনুষ্ঠনকে সামনে রেখে বুধবার দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আলোচনা সভায় বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি রকিব উদ্দিন আহমেদ।

মেলবন্ধন অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম পর্বে থাকবে অনুষ্ঠানে উপস্থিতি ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়। এরপর জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশেনের পতাকা উত্তলন ও বেলুন উড্ডয়ন এবং সংগীত পরিবেশনা অনুষ্টিত হবে। পর্বের সর্বশেষ থাকবে ‘একাল-সেকাল’ নিয়ে বিশেষ বির্তক অনুষ্ঠান।

দুপুর ১টা থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এ পর্বে মধ্যাহ্ন ভোজ ছাড়াও থাকবে শীতকালীন আড্ডা। সর্বশেষ তৃতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সোয়া ৬টায়। এ পর্বে সংগীত অনুষ্ঠন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলবন্ধন অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যেই ৮ হাজারের অধিক অ্যালামনাই সদস্য রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছে রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক মোল্লা আবু কাওছার।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।