তৃতীয় ওয়ানডের অনুশীলনে বাংলাদেশ
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে থেকে চট্টগ্রাম পর্ব শেষ করেছে বাংলাদেশ। বুধবার বেলা সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ওয়ানডে। আগামীকালের ম্যাচ জিতলেও সিরিজ নিশ্চিত করবে মাশরাফি বিন মর্তুজার দল।
এদিকে মঙ্গলবার দুপুরে অনুশীলনে নামছে বাংলাদেশ। বেলা পৌনে ৩টায় অনুশীলনে নামার কথা রয়েছে তাদের। বেলা ১১.১৫ মিনিট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্যে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়েছেন পেসার আল-আমিন হোসেন। এ ছাড়া দল অপরিবর্তিত রয়েছে। তবে আল-আমিনের পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে স্কোয়াডে নেওয়া হয়নি।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানী, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।