শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ২


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২০ জানুয়ারি ২০১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার দুপুর ১ টায় তাদের আটক করা হয়।
 
ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহীদুজ্জামান সরকার জানান, তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই হয়ে ঢাকায় আগত একটি ফ্লাইটের (টিকে-৭১২) একজন যাত্রী এবং চট্টগ্রাম থেকে ঢাকায় আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-০৪৬) অপরযাত্রী থেকে স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। তাদের সঙ্গে কিছু স্বর্ণালঙ্কারও ছিল।
 
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। আসামিদের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করা হবে বলে।
 
এআর/জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।