নতুনদের সুযোগ : বাংলাদেশের প্রশংসায় জিম্বাবুয়ে নির্বাচক


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই আসরকে সামনে রেখে ওয়াল্টন জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজকে দারুণ গুরুত্ব দিচ্ছে দুই দলই। তার আগে এশিয়া কাপও খেলবে বাংলাদেশ। তাই এসব টুর্নামেন্টকে সামনে রেখে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে দল দু’টি। আগের দিন বাংলাদেশ দল সেরা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে শেষ দুই ম্যাচে দল ঘোষণা করেছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন জিম্বাবুয়ে দলের নির্বাচক ক্যানিয়ন জিল।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলনের আগে জিল বলেন, ‘নতুন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করা আমার মনে এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল টিমের স্বতঃস্ফূর্ত আচরণ। আপনার দেখতে হবে একজন নতুন খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে কেমন করে। এটা না করেন তাহলে আপনি কখনোই জানবেন না। আমার মনে হয়, বাংলাদেশ একই পরিস্থিতিতে আছে। তবে তাদের খুব ভালো কাঠামো রয়েছে, তারা বেশ কিছু ভালো খেলোয়াড় এনেছে। এটা সবসময়ই চ্যালেঞ্জিং এবং জিম্বাবুয়ের জন্যও। কারণ আমরাও একই পরিস্থিতিতে আছি। আমরাও বেশ কিছু নতুন মুখ এনেছি। তাদের নিয়ে কিছু ম্যাচ জিতেছি কিছু হেরেছি; কিন্তু মূল কথা হল আমরা তাদের সুযোগ দিচ্ছি। দেখতে চাই তারা কেমন করে। আমার মনে হয় বাংলাদেশ তাই করছে।’

পরের ম্যাচে জিম্বাবুয়ে দলে কোন পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, বেশকিছু পরিবর্তন রয়েছে। প্রথম লক্ষ্য জয় হলেও আমরা আরও কিছু খেলোয়াড়কে দেখতে চাই। বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেদের মনকে তৃপ্তি দিতে আমরা আরও কিছু খেলোয়াড়কে দেখাতে চাই।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।