অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুবাদের স্পন্সর ফ্রেশ


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

ঘরের মাঠে আর কিছুদিন পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট সদলের গর্বিত স্পন্সর হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ। সাহারা ইন্ডিয়ার এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, ফ্রেশ-ই প্রথম আইসিসি’র মতো আর্ন্তজাতিক কোনো প্রতিযোগীতায় বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হল।

এ নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক তাহমিনা মোস্তফা বলেন, “আমরা সব সময়ই খেলাধূলাকে উৎসাহিত করতে চাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেট কমিউনিটি ও এর বিশাল সর্মথকগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আসন্ন অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত।”

উল্লেখ্য, বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রয়ারি পর্যন্ত চলবে যুবাদের ক্রিকেটের সর্বোচ্চ এই  আসর।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।