যুব দলের ক্রিকেটার শাওন হাসপাতালে


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

ঘরের মাঠে আর কিছুদিন পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে এর আগে অপ্রত্যাশিত এক দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিবিরে। নেটে অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সালেহ আহমেদ শাওন। পড়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ যুব দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, ‘শাওনের চিকিৎসা চলছে জরুরি বিভাগে। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসর। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের। ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।