মরক্কোয় প্যারিস হামলাকারী আটক


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

প্যারিস হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত হামলাকারী এক বেলজিয়ান নাগরিককে আটক করেছে মরক্কোর পুলিশ। গত নভেম্বরে প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এ ঘটনায় বিভিন্ন দেশের অন্তত ১৩০ জন নিহত হয়। খবর বিবিসির।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোন বংশোদ্ভূত বেলজিয়ামের এক নাগরিককে আটক করেছে পুলিশ। এর আগে ওই ব্যক্তি সিরিয়ায় আল-নুসরা ফ্রন্টের হয়ে যুদ্ধ করেছে। পরে আইএসে যোগ দেয়। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মরক্কো সরকার।

গত ১৩ নভেম্বর কনসার্ট দেখতে প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় পাঁচ সন্দেহভাজন হামলাকারী হলে ঢুকে একে-৪৭ রাইফেল নিয়ে গুলি চালাতে শুরু করে। কনসার্ট হলে হামলায় অন্তত ১১২ জন নিহত হয়।

এ ঘটনায় পুলিশের অভিযানে আট হামলাকারী নিহত হয়। এছাড়া ফ্রান্সের অন্যান্য স্থানে হমলায় আরো ৪০ জন নিহত হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।