দায়িত্ব অবহেলায় শাজাহানপুরে এএসআই বরখাস্ত


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

দায়িত্ব অবহেলার কারণে বগুড়ার শাজাহানপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পর সোমবার বিকেলে তাকে বগুড়া পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাতে শাজাহানপুরের বনানীতে এক নাসিং কলেজ ছাত্রীকে অপহরণের পর বখাটেরা গণধর্ষণ করে। আর সেই সময় ওই পুলিশ কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে শাজাহানপুর থানার এএসআই আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে শাজাহানপুরের বনানী থেকে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গণধর্ষণ করে কয়েকজন বখাটে।

এসময় ওই এএসআই বনানী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় তাকে বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।