ভারতকে শীর্ষে তুললো দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের ফলে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর স্থান থেকে নেমে গেলো দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে, অস্ট্রেলিয়ার কাছে একের পর এক ওয়ানডে হারতে থাকা ভারত উঠে গেলো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে। আইসিসি থেকে প্রকাশিত র‌্যাংকিং তালিকা দেখেই বোঝা গেলো, কতটা অবনমন হয়েছে প্রোটিয়াদের। মূলত ঘরের মাঠে প্রোটিয়াদের হারানোর ফলেই ভারতের রেটিং পয়েন্ট উপরে উঠেছিল। যা, ইংল্যান্ডের কাছে আমলাদের হারের পর শীর্ষস্থান দখল করে নিল। আর দক্ষিণ আফ্রিকা নেমে গেলো তিন নম্বরে।

২০১৫’র জানুয়ারি থেকে নয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। এক বছরের বেশি হয়ে গেছে টেস্ট জয়ের মুখ দেখেননি ডি ভিলিয়ার্সরা। চতুর্থ টেস্টে যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয় তাহলেও শীর্ষস্থান আপাতত ফিরে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। থাকতে হবে তিন নম্বরেই। দ্বিতীয় স্থানে উঠে এলো অস্ট্রেলিয়া। শনিবার ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে অল-আউট হয়ে গিয়েছিল তারা।

প্রথম ইনিংসে আমলারা ৩১৩ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে কেউই দাঁড়াতে পারলেন না। ইংল্যান্ডও যে ভালো খেলে জিতেছে তেমনটা নয়। প্রথম ইনিংসে কুক, ব্রডরা ৩২৩ রানেই অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ নিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করেই ম্যাচ জিতে সিরিজ ২-০ করে নেয় ইংল্যান্ড।

২০১১ সালের ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর শীর্ষস্থান হারিয়েছিল ভারত। এর প্রায় সাড়ে চারবছর পর আবারও শীর্ষে ফিরল বিরাট কোহলিরা। র‌্যাংকিংয়ে ভারতের রেটিং পয়েন্ট এখন ১১০। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।