মাশরাফির ভাবনায় ফিল্ডিং-ব্যাটিং


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কিছুটা কাঠখড় পোড়াতে হলেও দ্বিতীয় ম্যাচে বেশ সাচ্ছন্দেই জিতেছে বাংলাদেশ। বোলিং নিয়ে সন্তুষ্ট থাকলেও ফিল্ডিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশাপাশি ব্যাটিংয়েও আরও উন্নতি করতে হবে বলে জানালেন তিনি।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফির ওভারেই এক বলের ব্যবধানে দু দু’টি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। এছাড়াও বেশ কিছু মিস ফিল্ডিংয়ের কারণে অতিরিক্ত রান গুণতে হয়েছে টাইগারদের। এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘উন্নতির জায়গা অবশ্যই রয়েছে। ফিল্ডিং এমন একটা জিনিস যেটা চাইলে উন্নতি অবশ্যই করা যায়। আমরা চেষ্টা করছি। মাঠে সবসময় ব্যাকআপ করার চেষ্টা করছি। ওভার থ্রো-গুলো নিয়ে কাজ করছি। এছাড়াও সবসময় কিপারের কাছে থ্রো করার অনুশীলন করছি। তবে একদিনে উন্নতি করাতো অবশ্যই কঠিন। চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এভাবে চেষ্টা করে গেলে একটা সময়ে আমরা ভালো করবো ইনশাল্লাহ।’

ক্যাচ ড্রপ নিয়ে অধিনায়ক আরও বলেন, ‘ক্যাচ ড্রপ, অবশ্যই যত কম করা যায় তত ভালো। বিশেষ করে টি-টোয়েন্টিতে এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে মিস হতেই পারে। এটা থেকে ওভারকাম করতে হবে এবং সেই মানসিকতা থাকতে হবে।’

ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে বলেও জানান ম্যাশ। সেট ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হবার তাগিদ দেন তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘কিছু উইকেট পড়ে গেছে সেট হয়ে, সেখানে আরেকটু বড় ইনিংস করলে আরও বড় স্কোর করা সম্ভব ছিল। এই জায়গাগুলো ঠিক করতেই হবে। কারণ সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে। তখন যে ত্রিশ চল্লিশ করবে তাকে আরেকটু বড় ইনিংস খেলতে হবে। কিছু জায়গা আছে সবসময়ই উন্নতি করা যায়। তাই ওই জায়গাগুলোতে কাজ করতে হবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।